নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একটি অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। মস্কোর দাবি, তাদের বাহিনী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে একটি গোলাবারুদ গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে। ওই গুদামটিতে ইউক্রেনকে দেওয়া ন্যাটো দেশগুলোর অস্ত্রশস্ত্র রাখা হয়েছিল।
গুদামটিতে যুক্তরাষ্ট্রের তৈরি এম৭৭৭ হাউইটজারে ব্যবহারের উপযোগী কিছু গোলাবারুদও ছিল বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর এমন দাবির বিষয়ে কিয়েভ কিংবা ন্যাটো দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।