ডনবাসে বেদনাদায়ক ক্ষয়ক্ষতির স্বীকারোক্তি জেলেনস্কির

author-image
Harmeet
New Update
ডনবাসে বেদনাদায়ক ক্ষয়ক্ষতির স্বীকারোক্তি জেলেনস্কির

নিজস্ব সংবাদদাতাঃ ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বেদনাদায়ক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে ইউক্রেনীয় বাহিনী। জাতির উদ্দেশে এমন স্বীকারোক্তি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি বিশেষ করে পূর্বাঞ্চলীয় সেভেরোডনেস্ক এবং খারকিভ অঞ্চলের কথা উল্লেখ করেন। 

    

ভলোদিমির জেলেনস্কি বলেন, "দুর্ভাগ্যক্রমে ক্ষয়ক্ষতিগুলো বেদনাদায়ক। বিদ্যমান পরিস্থিতিতে ইউক্রেনের এখন ইউরোপের কাছ থেকে আধুনিক ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা প্রয়োজন। এগুলোর সরবরাহ বিলম্বিত করার কোনও যুক্তি নেই।" তিনি বলেন, "কিছু রাশিয়ান রকেট ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সমর্থ হচ্ছে। এতে করে হতাহতের ঘটনা ঘটছে।" এদিনের ভাষণে হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন জেলেনস্কি।