নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ তমলুকের মহাপ্রভু মন্দিরে রথের রশিতে টান দিলেন শুভেন্দু অধিকারী। পরে মন্দিরে দর্শন করেন রাধা গোবিন্দ এবং মহাপ্রভুর চরণে পুষ্পার্ঘ্য দেন। নিজের হাতে বাতাসা ছড়ান, ধূপ দীপ দিয়ে আরতি করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। জগন্নাথ,বলরাম, সুভদ্রা দেবীর রথের রশি টানেন তিনি। কোভিড প্রটোকল মেনে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী রথের রশি টানা হয়। এখানে চৈতন্যদেব অনেকদিন ছিলেন। এবারে কিন্তু করোনার জন্য ভিতরে সীমিত ভক্তদের নিয়ে রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে।