জেরা শেষ হল না ইডির, শুক্রবার ফের হাজিরা রাহুলের

author-image
Harmeet
New Update
জেরা শেষ হল না ইডির, শুক্রবার ফের হাজিরা রাহুলের

নিজস্ব সংবাদদাতাঃ সোম, মঙ্গল, বুধ – তিন দিন ধরে প্রায় ৩০ ঘন্টা ধরে জেরা চলল। তারপরও রাহুল গান্ধীকে মুক্তি দিল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর রাহুল গান্ধীকে ফের শুক্রবার তদন্তে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে যুক্ত তহবিল তছরুপের মামলায় সোমবার প্রথমবার নয়া দিল্লির ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন রাহুল গান্ধী। দুই দফায় সেদিন ১০ ঘন্টার বেশি জেরা করা হয়েছিল। মঙ্গলবারও দুই দফায় ১০ ঘন্টার বেশি জেরা করা হয় কংগ্রেস নেতাকে। এদিনও দুপুর ৩টে নাগাদ রাহুলকে মধ্যাহ্নভোজের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। বিকেল সাড়ে ৪টে নাগাদ আবার দ্বিতীয় দফার জেরার মুখোমুখি হতে আব্দুল কালাম রোডে ইডির কার্যালয়ে ফিরে আসেন তিনি। 

                             

আগের দুদিন রাত ১০টার পর ইডি অফিস থেকে বেরিয়েছিলেন রাহুল গান্ধী। তবে, এদিন রাত ৯টা ১৫ মিনিট নাগাদ বেরিয়ে যান প্রাক্তন কংগ্রেস সভাপতি।