বিপুল টাকার তছরুপ অভিনেতা কর্ণবীরের বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
বিপুল টাকার তছরুপ অভিনেতা কর্ণবীরের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা: অভিনেতা কর্ণবীর বোহরা-সহ ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করল মুম্বইয়ের অশ্বিওয়ারা থানার পুলিশ। বছর চল্লিশের এক মহিলার প্রায় ২ কোটি টাকা তছরুপের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তার মধ্যে মাত্র ১ কোটি টাকা ফেরত এসেছে বলে জানিয়েছেন অভিযোগকারিণী।