নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের অধীনস্ত বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে মমতাকে বসানোর বিল ইতিমধ্যে পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। এবার বুধবার বিধানসভায় পাশ হল পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ ও মৎস্য বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২। এই বিলে রাজ্য প্রাণী সম্পদ ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বয়সের ঊর্ধ্বসীমা ৬৫ বছর থেকে বাড়িয়ে ৭০ বছর করার প্রস্তাবও দেওয়া হয়েছে এই বিলে।
বর্তমানে রাজ্যের প্রাণী সম্পদ ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রয়েছেন রাজ্যপাল। সংশোধনী বিলে, সেই জায়গায় মুখ্যমন্ত্রীকে বসানোর কথা বলা হয়েছে। বিলের প্রস্তাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগ করবেন আচার্য (মুখ্যমন্ত্রী)। রাজ্য সরকার গঠিত সার্চ কমিটির সুপারিশ করা তিন জনের নামের থেকে উপাচার্যকে বেছে নেবেন আচার্য।