হরি ঘোষ, জামুড়িয়াঃ মাধ্যমিক পরীক্ষায় জামুড়িয়া বিধানসভার কবিতীর্থ চুরুলিয়ার ছাত্র আবীর মাজি 700 এর মধ্যে 667 নাম্বার পেয়ে সারা বিধানসভার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আজ জামুড়িয়া ব্লক ১ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আবীরকে পুষ্পস্তবক মিষ্টি দিয়ে সম্মানিত করা হল। এদিন পিন্টু কুমার দত্ত কৌশিক মন্ডল, সৌমদ্বীপ রায়,আকাশ বাউরী,গোর্বধন রুইদাস সহ ছাত্র নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ছাত্রনেতা পিন্টু কুমার দত্ত এদিন বলেন আবীর নিজের অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবার সহ পুরো জামুড়িয়া বিধানসভার সম্মান বাড়িয়েছে। জামুড়িয়াবাসী হিসেবে, এবং একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমি খুবই খুশি। ভবিষ্যতে আবীরের উচ্চশিক্ষার জন্য আমাদের কাছ থেকে সব রকম সহায়তা পাবে।