নিজস্ব সংবাদদাতাঃ কোপাইয়ের পাড় থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করলেন স্থানীয় তৃণমূল নেতা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তালতোর এলাকায় কোপাইয়ের ধার থেকে বেআইনিভাবে মাটি কাটা চলছে।
খবর পেয়ে গতকাল সেখানে হাজির হন কাউন্সিলরের স্বামী ও তৃণমূলের রূপপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। মাটি কাটার কাজ বন্ধ করে দেন তৃণমূল নেতা। অভিযুক্তরা পালিয়ে গেলেও দুটি মাটি বোঝাই গাড়ি আটক করা হয়। সবটাই লোক দেখানো, তৃণমূলের মদতেই চলছে মাটি পাচারের কারবার, দাবি বিজেপির। এ নিয়ে শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।