/anm-bengali/media/post_banners/7Rejs98qKt6ft6yeNtrE.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ ভুটিয়া বস্তির সাধারণ মানুষের জন্য ত্রাণ বন্টন করলো আলিপুরদুয়ারের কালচিনি ব্লক প্রশাসন। করোনা আবহে সরকারি জি.আরের চাল বন্টন ভুটিয়া বস্তিতে। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের ১৬২ টি পরিবার রয়েছে ভুটিয়া। স্বাভাবিক ভাবেই করোনা আবহে কর্মহীন হয়ে পড়েছেন ভুটিয়া বস্তির সাধারণ মানুষ। এই ভুটিয়া বস্তিতে ক্যাম্প করে রাজ্য সরকারের ২৪ কিলো করে চাল বন্টন করেন বি.ডি.ও প্রশান্ত বর্মন। বি.ডি.ও প্রশান্ত বর্মন পূর্বেও করোনা আবহে প্রাণের ঝুঁকি নিয়ে বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে দুয়ারে দুয়ারে ভ্যাকসিন করিয়াছেন। সোমবার রাজাভাত খাওয়াতে রীতিমতো ক্যাম্প করে এই চাল বন্টন করাহয়। এছাড়াও কিছুদিনের মধ্যেই ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে ব্লক প্রশাসন। স্বাভাবিক ভাবেই ভুটিয়া বস্তিতে এই চাল বন্টনের ফলে যথেষ্টই আপ্লূত ভুটিয়া বাসিন্দারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us