পুলিশকর্মীদের মানসিক অবস্থার নজর লালবাজারের

author-image
Harmeet
New Update
পুলিশকর্মীদের মানসিক অবস্থার নজর লালবাজারের

নিজস্ব সংবাদদাতাঃ  গত শুক্রবার ভরদুপুরে পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে কিয়স্কের ডিউটি ছেড়ে বেরিয়ে এসে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন কলকাতা পুলিশের এক কনস্টেবল। গুলিতে এক তরুণীর মৃত্যুর পরে ওই পুলিশকর্মীও আত্মঘাতী হন। ঘটনার পরেই তাঁর মানসিক স্বাস্থ্য ঠিক ছিল কি না, সেই প্রশ্ন ওঠে নানা মহলে।এই মর্মান্তিক ঘটনার পরে কলকাতা পুলিশের সব সদস্যের মানসিক অবস্থা জানতে উদ্যোগী হল লালবাজার।




কোনও পুলিশকর্মী বা অফিসার মানসিক অবসাদ বা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন কি না, তা বাহিনীর সব ইউনিট হেডদের কাছে জানতে চেয়েছে লালবাজার। আগামী ২০ জুনের মধ্যে বাহিনীর সদস্যদের মানসিক অবস্থা কেমন, তা লালবাজারকে জানাতে হবে। পুলিশের একাংশের অনুমান, ওই তালিকা তৈরি হলে প্রয়োজনে মনোবিদের সাহায্য নিতে পারে লালবাজার।