অগ্নিমূল্য জ্বালানি

author-image
Harmeet
New Update
অগ্নিমূল্য জ্বালানি

নিজস্ব সংবাদদাতাঃ গত কয়েকদিন ধরেই পেট্রোল- ডিজেলের  দামে বদল হয়নি। গতকালও দামও একই ছিল। গত ২৫ দিন ধরে কলকাতায় দাম একই আছে। ২২ মে থেকে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে।    





   ​আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬.০৩ টাকা। আজ ডিজেলের দাম ৯২.৭৬ টাকা প্রতি লিটার।