New Update
/anm-bengali/media/post_banners/v6btvBoZVWVVqjaROCkf.jpg)
নিজস্ব সংবাদদাতা: নেদারল্যান্ডসের ঘরের মাঠে হল উপভোগ্য ম্যাচ। হল পাঁচটি গোল। হারল ওয়েলস। গোল করলেও দেশকে জেতাতে পারলেন না গ্যারেথ বেল। ম্যাচের একেবারের অন্তিম লগ্নে পেনাল্টি থেকে গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার।
​
ওয়েলসের বিরুদ্ধে ম্যাচ শেষ হয়েছে ৩-২ গোলে। ৯২ মিনিটে গোল করে স্কোরলাইন ২-২ করেছিলেন বেল। তার এক মিনিট পরেই মেম্ফিস ডিপের জয়সূচক গোল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us