বায়ুদূষণের জেরে ভারতীয়দের আয়ু কমতে পারে পাঁচ বছর!

author-image
Harmeet
New Update
বায়ুদূষণের জেরে ভারতীয়দের আয়ু কমতে পারে পাঁচ বছর!

নিজস্ব সংবাদদাতাঃ বায়ুদূষণের জেরে ভারতীয়দের প্রত্যাশিত আয়ু কমতে পারে প্রায় পাঁচ বছর। এমনটাই দাবি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধীন এনার্জি পলিসি ইনস্টিটিউটের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের (একিউএলআই) নবতম রিপোর্টে। সেখানে বলা হয়েছে, দেশের সবচেয়ে দূষিত শহর দিল্লি। দূষণের জেরে সেখানে আয়ু কমতে পারে ১০.১ বছর। অন্য দিকে, বিশ্বে বায়ুদূষণের জেরে ৯৭.৩ শতাংশ নাগরিকের জীবনই ঝুঁকির মুখে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে বায়ুদূষণের জেরে মানুষের আয়ু কমতে পারে ২.২ বছর। অন্য দিকে ধূমপানে ১.৯ বছর, মদ্যপানে আট মাস, অসুরক্ষিত জলের মাধ্যমে সাত মাস, এইচআইভি ৪ মাস, ম্যালেরিয়া ৩ মাস এবং সন্ত্রাসের জেরে আয়ু কমতে পারে ৯ দিন।

                         

সারা পৃথিবীর মধ্যে বায়ুদূষণের নিরিখে ভারতে ২ নম্বরে থাকা দেশ। এর আগে রয়েছে বাংলাদেশে। সারা ভারত মিলিয়ে যেখানে মানুষের গড় আয়ু ৫ বছর কমছে বায়ুদূষণের কারণে, সেখানে বাংলাদেশে তা ৬.৯ বছর। এরপরে রয়েছে নেপাল (৪.১ বছর), পাকিস্তান (৩.৮ বছর) এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (২.৯ বছর)।