ইংল্যান্ডকে চার গোল দিল হাঙ্গেরি

author-image
Harmeet
New Update
ইংল্যান্ডকে চার গোল দিল হাঙ্গেরি

নিজস্ব সংবাদদাতা: বিস্ময়কর ম্যাচ। ইংল্যান্ডকে চার গোলে হারাল হাঙ্গেরি। উয়েফা নেসন্স লিগের ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছে হাঙ্গেরি। ষোলো মিনিট থেকে শুরু হয়েছিল গোল করা। চেষ্টা করেও গোল শোধ জিততে পারেনি ইংল্যান্ড। 

হাঙ্গেরির হয়ে জোড়া গোল করেছেন, রোল্যান্ড সাল্লাই। বাকি গোল দুটি করেছেন জোয়াত ন্যাগি এবং ড্যানিয়েল গাজদাগ। গোল করার পাশাপাশি বল দখলেও মুন্সিয়ানা দেখিয়েছে হাঙ্গেরি।