নিজস্ব সংবাদদাতাঃ বিহারের বেগুসরাই জেলার এক পশু চিকিৎসককে অপহরণ করে জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়ার অভিযোগ। পুলিশ জানিয়েছে, তেঘরা থানার অন্তর্গত পিধৌলি গ্রামের বাসিন্দা পশু চিকিৎসক সত্যম কুমার ঝা সোমবার বিকেলে গবাদি পশুর চিকিৎসা করতে যান। অভিযোগ, একদল লোক তাঁকে অপহরণ করে জোরপূর্বক একটি মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। সত্যমের বাবা সুবোধ কুমার ঝা বলেছেন, "সন্ধ্যা পর্যন্ত ছেলে বাড়িতে না ফেরার পর আমরা তাকে খুঁজতে শুরু করি। রাতেও সে ফেরেনি। মঙ্গলবার সকালে আমার মোবাইলে একটি ভিডিও ক্লিপ আসে। আমরা যখন ক্লিপটি চালিয়ে দেখি আমার ছেলে একটি মেয়ের সঙ্গে বসে রয়েছে। বিয়ের অনুষ্ঠান চলছে। আমরা এই বিষয়ে তেঘরা থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।"
তেঘরা থানার এসএইচও বলেন, "আমরা বিয়ের জন্য অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। সব দিক দিয়ে তদন্ত চলছে। প্রেমের ঘটনাকে উড়িয়ে দেওয়া যায় না।"