১০৪ ঘণ্টার যুদ্ধের পর ৮০ ফুট গভীর কুয়ো থেকে মুক্তি পেল রাহুল

author-image
Harmeet
New Update
১০৪ ঘণ্টার যুদ্ধের পর ৮০ ফুট গভীর কুয়ো থেকে মুক্তি পেল রাহুল

নিজস্ব সংবাদদাতাঃ ঘরের পিছনের জমিতে খেলাধুলো নিয়ে আগেই সতর্ক করেছিল মা-বাবা, কিন্তু সে কথায় কান দেয়নি ১১ বছরের কিশোর। গত ১০ জুন বন্ধুদের সঙ্গে ওই ফাঁকা জমিতে ছোটাছুটি করে খেলতে গিয়েই আচমকা পা পিছলে ৮০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় রাহুল সাহু। পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার করার চেষ্টা করেন ওই কিশোরকে। পরে খবর দেওয়া হয় প্রশাসনে। জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে উদ্ধার করার চেষ্টা হয়, কিন্তু তাতেও লাভ হয়নি। এভাবেই কেটে যায় দুই দিন। তৃতীয় দিনে গুজরাট থেকে বিশেষ রোবট আনানো হয় উদ্ধারকাজে সাহায্যের জন্য। অবশেষে চতুর্থ দিনে, ১০৪ ঘণ্টার লড়াইয়ের পর ছত্তিশগড়ের ওই পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার করা হল কিশোরকে।



মঙ্গলবার ছত্তিশগড় প্রশাসন সূত্রে জানানো হয়, দীর্ঘ লড়াইয়ের পর জঞ্জীর-চম্পা জেলায় ১১ বছরের ওই মুখ ও বধির কিশোরকে ৮০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা হয়। দীর্ঘক্ষণ ওই গভীর কুয়োর মধ্যে আটকে থাকায় শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক সমস্যা দেখা গিয়েছে ওই কিশোরের। বর্তমানে রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রাহুল।