আগামী মাসেই শুরু হচ্ছে বাদল অধিবেশন

author-image
Harmeet
New Update
আগামী মাসেই শুরু হচ্ছে বাদল অধিবেশন

নিজস্ব সংবাদদাতাঃ আগামী মাস থেকেই শুরু হতে চলেছে সংসদের অধিবেশন। কেন্দ্রীয় সূত্রে খবর, আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে পারে বাদল অধিবেশন। চলতে পারে ১২ অগস্ট অবধি। তবে এখনও কেন্দ্রের সিলমোহর পড়েনি এই সিদ্ধান্তের উপরে। আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হবে যে কবে থেকে শুরু হবে চলতি বছরের বাদল অধিবেশন।


কেন্দ্রীয় সূত্রে খবর, সম্প্রতিই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে বসেছিল। ওই বৈঠকেই রাজনাথ সিং আগামী ১৮ জুলাই থেকে সংসদের অধিবেশন শুরুর প্রস্তাব দেন। সূত্র অনুযায়ী, আসন্ন বাদল অধিবেশন মাত্র ১৭ দিন চলতে পারে। এই অধিবেশনের মাঝেই রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচনও সম্পন্ন হবে।