রথের দিনে খুঁটি পুজো দিয়ে সূচনা হল দুর্গা পুজোর

author-image
Harmeet
New Update
রথের দিনে খুঁটি পুজো দিয়ে  সূচনা হল দুর্গা পুজোর

নিজস্ব সংবাদদাতাঃ   আজ রথযাত্রা উপলক্ষে হিন্দুস্থান পার্কে দুর্গা পুজোর সূচনা হল খুঁটি পুজোর মাধ্যমে। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার ৬৮ বছরে পা দিচ্ছে হিন্দুস্থান পার্কের দুর্গা পুজো। খুঁটি পুজোর পাশাপাশি এদিন গরিব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। 

খুঁটি পুজো দিয়েই দুর্গাপূজোর প্রস্তুতিতে মেতে উঠল মহম্মদ আলি পার্ক, দেখুন  পর পর ছবি | Khuti puja started Muhammad Ali Park for Durga puja 2020 RTB

অন্যদিকে আজ খুঁটিপুজো হল কাঁকুড়গাছি যুবকবৃন্দের দুর্গা পুজোর। ৯১তম বছরে পা দিয়েছে এই ক্লাবের পুজো। এবার তাঁদের পুজোর থিম যাত্রাপালা। খুঁটি পুজো উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল।