New Update
/anm-bengali/media/post_banners/QpkfUh1sti9hgWb6yXG1.jpg)
হরি ঘোষঃ প্রবল ঝড়-বৃষ্টির ফলে উড়ে গেল ঘরের চাল। রাস্তায় গাছ পড়ে ব্যাহত যান চলাচল। ঝড়ের ফলে বাহাদুরপুর গ্রামের বিনোদ পাল এর বাড়ির ছাদ ঝরে উড়ে যায়। সেই সময় সপরিবারে বিনোদ পাল বাড়িতেই ছিলেন। তবে কারও কোনও শারীরিক ক্ষতি না হলেও বাড়ির ছাদ উড়ে যাবার ফলে জলে ক্ষতিগ্রস্থ হয়েছে ঘরের সমস্ত জিনিস ও আসবাবপত্র। অপরদিকে হরিপুর থেকে জামুরিয়া যাবার প্রধান সড়কের ওপর একাধিক জায়গায় গাছ পড়ে যাওয়ায় ব্যাহত হয়েছে স্বাভাবিক যান চলাচল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us