New Update
/anm-bengali/media/post_banners/YpTDWdPmMZUSviD7xkxW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নেপাল সংসদে সদ্য বাজেট পেশ করা হয়েছে । এবার বাজেটে করের হারে হেরফের করার অভিযোগ তুলে নেপালের অর্থমন্ত্রী জনার্দন শর্মার পদত্যাগের দাবি তুলল নেপালের বিরোধী দুটি দল।
অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে সাংসদিয় বৈঠকে বাধা দেয় সিপিএন ও ইউএমএলের সদস্যরা। তাদের দাবি, অর্থমন্ত্রী বাজেটে করের হারে কারসাজি করেছে। এই কারসাজি নেপালের পক্ষে ক্ষতিকর বলে দাবি করছে তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us