সেনাবাহিনীর গুলিতে নিহত ৮ আইএস জঙ্গি, ধ্বংস করে দেওয়া হল জঙ্গি আস্তানা

author-image
Harmeet
New Update
সেনাবাহিনীর গুলিতে নিহত ৮ আইএস জঙ্গি, ধ্বংস করে দেওয়া হল জঙ্গি আস্তানা

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার ইরাকের সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে ৮ জন ‘ইসলামিক স্টেট’ গ্রুপের জঙ্গি। 

A State with Four Armies: How to Deal with the Case of Iraq - War on the  Rocks

মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে একটি গ্রামীণ এলাকায় সেনা-জঙ্গির লড়াইয়ে নিহত হয়েছে ওই ৮ জঙ্গি। ইরাকি জয়েন্ট অপারেশন কম্যান্ডের তরফে বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে।

Weak Iraqi army no match for ISIS insurgents | Middle East | News and  analysis of events in the Arab world | DW | 14.06.2014

এছাড়াও ওই জঙ্গিদের সম্পূর্ণ আস্তানা ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।