/anm-bengali/media/post_banners/jqSa1fZbKopVwGIJqsfK.jpg)
নিউজ ডেস্ক,ডেবরা-গরবেতায় গাছ পাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই।তবে তা অমান্য করেই দেদার চলছে গাছ পাচার।এমনই বেআইনিভাবে গাছ পাচারের অভিযোগ ওঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গোলকগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার অমরপুর মৌজায়। এই গাছ পাচার কাণ্ডে অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।স্থানীয় গ্রামবাসীর মারফত গাছ কাটার ভিডিও হাতে পেয়ে ডেবরা থানা ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অমরপুর মৌজার পঞ্চায়েত সদস্য নীলিমা কাজলী। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমে ডেবরা থানার পুলিশ বেশকিছু কাটাগাছ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।এ ব্যাপারে গোলকগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি দোলোই ভূঁইয়া বলেন,অমরপুর মৌজায় এলাকায় সরকারি জায়গায় বেশকিছু গাছ রয়েছে। গত কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি গ্রামপঞ্চায়েতে না জানিয়ে বেআইনি ভাবে গাছগুলো কেটে ফেলে পাচার করে।সেই খবর স্থানীয় পঞ্চায়েত নীলিমা কাজলি জানার পর অভিযুক্তদের বাধা দেয়। তারপরেও পঞ্চায়েতের কোন কথা শোনা হয়নি দেদার গাছ কেটে পাচার করা হয় বলে অভিযোগ।পরবর্তীতে এলাকার পঞ্চায়েত নীলিমা কাজলি ডেবরা থানা ও ডেবরা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ডেবরা থানার পুলিশ সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা।তারপর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর কাটা গাছ উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে কারা জড়িত আছে ঘটনার তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসনের আধিকারিকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us