old_সর্বশেষ খবর সাড়ম্বরে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা Harmeet 14 Jun 2022 18:34 IST Follow UsNew Updateহরি ঘোষ, দুর্গাপুর : মঙ্গলবার দুর্গাপুরের ইস্কনে সাড়ম্বরে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা। দূর দুরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে। পুরীর জগন্নাথ দেবের স্নানের পর কাঁপুনি দিয়ে জ্বর আসে। অত্যাধিক ভিড়ে পুরীতে জগন্নাথদেবকে স্নান করানোর সুযোগ না পেলেও ইস্কনের জগন্নাথদেবকে স্নান করাতে পারে সকলে। স্নানের পর লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব। এই সময় হয় অঙ্গরাগ। এই সময় ভেষজ রঙ দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। তারপর রথে চেপে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন জগন্নাথ বলরাম সুভদ্রা। দুর্গাপুরের ইস্কন থেকে রথে চেপে জগন্নাথদেবকে নিয়ে আসা হয় দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে অস্থায়ী মাসির বাড়ি করে। এখন থেকে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। rathyatra rituals festival jagannathdevsnanyatra durgapuriskon devotteee Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন