New Update
/anm-bengali/media/post_banners/zGvWu5ofKN5eEwCeWeGT.jpg)
নিজস্ব প্রতিনিধি - দেড় বছরে ১০ লক্ষ সরকারি চাকরী দেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটের মাধ্যমে ধন্যবাদ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
​
ট্যুইটে তিনি লেখেন,"বেকারদের কর্মসংস্থানের জন্য আগামী ১.৫ বছরে ১০ লক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী @narendramodi জীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।এর ফলে দেশের অর্থ ব্যবস্থায়ও আসবে নুতন জোয়ার।সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাসই সার্থক রূপান্তর।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us