New Update
/anm-bengali/media/post_banners/ZNUP9KyDv0bkLeoHLl8S.jpg)
নিজস্ব সংবাদদাতা: পানীয় প্রেমীদের জন্য সুখবর। এবার হুইস্কির স্বাদে পাওয়া যাবে কোক। তা-ও অখ্যাত কোনও হুইস্কি নয়, এ হল জ্যাক ড্যানিয়েলস। যৌথভাবে জ্যাক অ্যান্ড কোক ককটেল তৈরি করছে কোকা কোলা কোম্পানি এবং ব্রাউন ফরম্যান কর্পোরেশন।
​
এখনও পর্যন্ত যা খবর তাতে চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে পারে অভিনব এই ককটেল। তবে এখনই ভারতে এই প্রোড্যাক্ট পাওয়া যাবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us