ওটিটি-তে পদার্পণ সঞ্জনার

author-image
Harmeet
New Update
ওটিটি-তে পদার্পণ সঞ্জনার

নিজস্ব সংবাদদাতাঃ  এ বার ওয়েব সিরিজ়ে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। পরিচালক অংশুমান প্রত্যুষের আগামী ওয়েব সিরিজ়ে কাজ করছেন নায়িকা। পথিকৃৎ বসুর ছবি ‘ফিদা’-তে যশ দাশগুপ্তের বিপরীতে নায়িকা হিসেবে টলিউডে যাত্রা শুরু করেছিলেন সঞ্জনা। তার পরে দীর্ঘ সময় তাঁকে আর পর্দায় দেখা যায়নি। এ প্রসঙ্গে সঞ্জনা বললেন, ‘‘আমি ‘ফিদা’ করার পরেই মুম্বই চলে গিয়েছিলাম। সেখানে কয়েকটা বিজ্ঞাপনে কাজ করি। অংশুমানের সিরিজ়ের চরিত্রটা শুনেই ভাল লেগেছিল।’’

Sanjana Banerjee Top Female Model and Actress, Profile, About, Family  Biography Details - IndianModels.in


এই সিরিজ়ে কাজের সূত্রেই সম্প্রতি কলকাতায় ফিরেছেন তিনি। এই ক্রাইম থ্রিলার সিরিজ়ে সঞ্জনাকে দেখা যাবে এক সন্ত্রাসবাদীর স্ত্রীর ভূমিকায়। সিরিজ়ের ‌মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা দীপাঞ্জন বসাককে। ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করছেন তিনিও। এর আগে ‘পাওয়ার’, ‘চেজ়’, ‘চোরাবালি’র মতো কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে।