New Update
/anm-bengali/media/post_banners/2AXPa3YmIwEGweTkuZU5.jpg)
নিজস্ব প্রতিনিধি -বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কিরণ খের আজ ৭০ বছরে পা দিলেন।কিরন এর আগে গৌতম বেরির সঙ্গে বিয়ে করেছিলেন।পরে তিনি প্রবীণ অভিনেতা অনুপম খেরকে বিয়ে করেন।
​
তার প্রথম দম্পতি জীবনে দুটি সন্তান রয়েছে তারা হলেন সিকান্দার খের এবং তারা আলিশা বেরি।তার জন্মদিন উপলক্ষে, স্বামী অনুপম একটি হৃদয়গ্রাহী নোট লিখেছেন, "শুভ জন্মদিন প্রিয়তম কিরন!ঠাকুর তোমাকে পৃথিবীর সব সুখ দান করুক।তোমার দীর্ঘ, সুস্থ ও শান্তিময় জীবন হোক!! তোমার জীবন হাসিতে পূর্ণ হোক।তুমি ঈশ্বরের বিশেষ ব্যক্তি! তুমি বহু বছর ধরে চন্ডিগড়ের মানুষের সেবা চালিয়ে যাও।সিকন্দর শীঘ্রই বিয়ে করুক। ভালবাসা এবং প্রার্থনা সবসময়!শুভ জন্মদিন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us