New Update
/anm-bengali/media/post_banners/3EmGm4Kd5k2r4NnvblRb.jpg)
নিজস্ব সংবাদদাতা: পরপর দুটি ম্যাচে হেরে গিয়েছে ভারত। আজ তৃতীয় ম্যাচে হারলেই হাতছাড়া হবে সিরিজ। পাঁচ ম্যাচের কুড়ি বিশের সিরিজে ইতিমধ্যে দুই ম্যাচে দল পিছিয়ে। এদিনের ম্যাচ তাই যে কোনও প্রকারে জিততে মরিয়া টিম ইন্ডিয়া।
​
যদিও পিচ নিয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ, বরাবাটি স্টেডিয়ামে বলের বাউন্স ছিল অসমান। সেহেতু খেলতে অসুবিধা হয়েছিল ব্যাটসম্যানদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us