New Update
/anm-bengali/media/post_banners/JtiOFJkfo9iMRR9fVl6W.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ সন্ধ্যায় হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। পরপর দু'টি জয় পেয়ে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। তবে এদিনের ম্যাচকে হালকাভাবে নিতে নারাজ ব্লু টাইগার ব্রিগেড। এরই মধ্যে ফের সুনীল ছেত্রীর অবসর জল্পনা ভেসে বেড়াচ্ছে ফুটবল মহলে।
এ প্রসঙ্গে কোচ ইগর স্তিমাচ বলেছেন, 'দেশের হয়ে সুনীল যতো দিন না একশোটা গোল করছেন, ততদিন দিন তিনি তাঁকে অবসর নিতে দেবেন না। অবসর প্রসঙ্গে ওঁকে যেন আর কোন প্রশ্ন না করা হয়।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us