/anm-bengali/media/post_banners/vazVT65YYdyEYAL1VdIT.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান, তারপরেই সুসজ্জিত যন্ত্রচালিত রথে উপবিষ্ট হয়ে পাশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন। ফলে সাজো সাজো রব কোচবিহারের মদনমোহন বাড়িতে। সকাল থেকেই পূজারীদের তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যে পূজা এবং যজ্ঞ অনুষ্ঠান হয়ে গিয়েছে। বিকেল পাঁচটায় রাজ ঐতিহ্য এবং নিয়ম রক্ষা করে মাসির বাড়ি ডাঙ্গর আই মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মদনমোহন। ১৩০ বছরের এই রথযাত্রা বিগত দুই বছর থেকে যন্ত্রচালিত রথেই পালিত হচ্ছে। ভক্তের সমাগম কম রাখা হয়েছে নির্দেশ অনুসারে। তবে মাসির বাড়িতে থাকে এলাহি আপ্যায়ন। সকাল-দুপুর সঙ্গে তিন বেলাই থাকছে বিশেষ আহার। কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন সর্বপ্রথম হাতির পিঠের উপরে যাত্রা করেছিলেন মাসির বাড়ির উদ্দেশ্যে। পরবর্তীতে কাঠ ব্যবহার করা হতো। বিগত দুই বছর থেকে যন্ত্র চালিত গাড়ি। তবে যাই হোক মাসির বাড়ি যাচ্ছেন মদনমোহন আজ তাতেই সেজে উঠেছে কোচবিহার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us