নিজস্ব সংবাদদাতাঃ মাত্র সাত দিনেই শহরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে তিন গুণ। তবে উত্তর কলকাতার তুলনায় দক্ষিণে সংক্রমিতের হার বেশি বলে পুরসভা সূত্রের খবর।
দেশের বিভিন্ন প্রান্তে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মাসখানেক আগে শহরে সংক্রমিতের সংখ্যা ছিল নগণ্য। তখন বেশির ভাগ বরো এলাকায় এক জনও সংক্রমিত ছিলেন না। ১৯ এপ্রিল শহরে সংক্রমিতের সংখ্যা ছিল শূন্য। পুরসভার স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত শহরে দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল গড়ে ১৫-২০। কিন্তু গত এক সপ্তাহে প্রায় প্রতিটি বরোয় কেউ না কেউ করোনায় আক্রান্ত হয়েছেন।