নিজস্ব সংবাদদাতাঃ বিয়ে হয়ে গিয়েছে বলেই যে আপনার সেক্স লাইফের বারোটা বেজে গিয়েছে, একথা একেবারেই সেকেলে৷ পার্টনারের সঙ্গে বাড়িতেই ডেট নাইট প্ল্যান করুন৷ দু’জন দু’জনের সঙ্গে এমনভাবে কথা বলুন, যেন আপনারা একে অপরকে প্রথম দেখলেন!
অচেনাদের সঙ্গে মিলিত হওয়ার যে সুপ্ত আকাঙ্খা অনেকের মনে থাকে, এভাবে তা পূরণ করা সম্ভব৷