উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করিয়ে দিতে হবে, দাবিতে পথ অবরোধ ছাত্র-ছাত্রীদের

author-image
Harmeet
New Update
উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করিয়ে দিতে হবে, দাবিতে পথ অবরোধ ছাত্র-ছাত্রীদের

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ  উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল, কিন্তু তাদের পাস করিয়ে দিতে হবে এই দাবিতেই পাণ্ডবেশ্বরের কেন্দ্রা জয়পুরিয়া হাইস্কুলের সামনে পথ অবরোধ করেছেন পড়ুয়ারা। পাস না করতে পেরে রাস্তায় বসে পড়ল কেন্দ্রা জয়পুরিয়া হাইস্কুলে পড়ুয়ারা। পাণ্ডবেশ্বর কেন্দ্রা রোড অবরোধ করল তারা। তাদের হুমকি, সকলকে পাস না করালে অনশন করবে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন স্কুলে একই রকমের চিত্র দেখা যায় । চলতি বছর পাণ্ডবেশ্বরের ওই স্কুলের ৮০জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৩ জন পরীক্ষার্থী ইংরেজি-সহ অন্যান্য বিষয়ে ফেল করেছেন। ইংরেজিতে ফেল করা ছাত্রীদের পাস করাতে হবে, এই দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হওয়া ছাত্রীরা। পড়ুয়াদের দাবি যথেষ্ট প্রস্তুতির সাথে পরীক্ষা দিলেও তাঁদের পরীক্ষায় পাস করানো হয়নি।

                    

 অন্যদিকে পথচলতি মানুষের উল্টো সুর দেখা দেয়,এক ব্যক্তি বলেন এই ছাত্রছাত্রীরা সারা বছর পড়াশোনা করেনি ,সারা বছর মোবাইলে মেতেছিলেন,তাই অবান্তর দাবিতে ছাত্রছাত্রীরা পথ অবরোধ করছেন। যার ফলে ব্যস্ততম এই রাস্তায় প্রচুর গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিস। পুলিশ এসে ছাত্রছাত্রীদের বুঝিয়ে অবরোধ তুলে যানজট মুক্ত করেন। স্কুলের পক্ষ থেকে অনির্বাণ মণ্ডল বলেন, "এখন ছাত্রছাত্রীরা রিভিউ করতে পারেন, রিভিউ ব্যবস্থা রয়েছে এভাবে পথ অবরোধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার কোনো যুক্তি নেই। ছাত্রছাত্রীরা রিভিউ করলে কাউন্সিল নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করবে।"