নিজস্ব সংবাদদাতাঃ প্রথম যৌন মিলনে ভয় পাওয়ার কিছুই নাই। যেহেতু এটা আপনার প্রথম মিলন তাই মনে করবেন না যে, আপনার পারফর্মেন্স ভালো হবে।তবে একথা সত্য যে, আপনি যদি বেশি নার্ভাস ফিল করেন তাহলে পারফর্মেন্স নিশ্চিন্তে খারাপ হবে। তাই মনে জোর রাখুন।নিজেকে আগে থেকেই প্রস্তুত করে নিন।
যেহেতু আগে পরে যৌন মিলন sex করেননি।তাই খুব তাড়াতাড়ি বীর্জপাত হওয়াটা স্বাভাবিক।এত ভয় বা নার্ভাস হওয়ার দরকার নেই।নিজেকে কখনোই দুর্বল ভাববেন না। কারণ আর ৫ টা পুরুষের মত আপনিও একটা পুরুষ।প্রথম বার বীর্যপাতের পর আবার চেষ্টা করুন, দেখবেন প্রথম বারের থেকে দ্বিতীয়বার আরো বেশিক্ষণ দীর্ঘস্থায়ূ হবে এবং আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।