টেস্টের এলিট লিস্টে সুনীল গাভাসকর ও ইউনিস খানকে টপকে গেলেন ব্রিটিশ তারকা

author-image
Harmeet
New Update
টেস্টের এলিট লিস্টে সুনীল গাভাসকর ও ইউনিস খানকে টপকে গেলেন ব্রিটিশ তারকা

নিজস্ব সংবাদদাতাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে ইতিহাসের ১৪ নম্বর ক্রিকেটার হিসেবে দীর্ঘতম ফর্ম্যাটে ১০ হাজার রানের মাইলস্টোন টপকে যান জো রুট। ১১৮টি টেস্টে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল ১০০১৫ রান। নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলে রুট একযোগে টপকে যান পাকিস্তান ও ভারত দু'দেশের দুই কিংবদন্তি ইউনিস খান ও সুনীল গাভাসকরকে।

              

টেস্টের ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় রুট পিছনে ফেলে দেন ইউনিস ও গাভাসকরকে। ১১৯টি টেস্টের ২১৯টি ইনিংসে জো রুটের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ১০১৯১ রান। ইউনিস টেস্ট কেরিয়ারে ১০০৯৯ এবং গাভাসকর টেস্ট কেরিয়ারে ১০১২২ রান সংগ্রহ করেছেন। সার্বিক তালিকার ১২ নম্বরে উঠে আসেন রুট।