New Update
/anm-bengali/media/post_banners/0GBHxdEfjGI6BK9Ig4Xm.jpg)
দিগ্বিজয় মাহালিঃ নিজেদের হাতে আঁকা পটের ছবি দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার নতুন জেলাশাষক আয়েষা রানিকে শুভেচ্ছা জানালেন পিংলার নয়ার পটশিল্পীরা।
আজ অর্থাৎ সোমবার দুপুরে এলাকার সমাজসেবী মানিক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌঁছায় জেলা শাষকের কার্যালয়ে। সঙ্গে ছিলেন আনোয়ার চিত্রকর সহ অনান্য পটচিত্র শিল্পীরা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের যাবতীয় কাজকর্ম ও দাবি সম্পর্কেও জেলা শাষককে জানান তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us