কংগ্রেসের বিক্ষোভ নিয়ে কী বলছেন স্মৃতি ইরানি?

author-image
Harmeet
New Update
কংগ্রেসের বিক্ষোভ নিয়ে কী বলছেন স্মৃতি ইরানি?

নিজস্ব সংবাদদাতা : দুর্নীতি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করেছে ইডি। এ নিয়ে বিক্ষোভের পথে হাঁটছে কংগ্রেস নেতৃত্ব যার জেরে উত্তাল অবস্থা দেশের রাজধানীর। 



কংগ্রেসের বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, 'কংগ্রেস নেতারা তদন্তকারী সংস্থাকে খোলাখুলিভাবে চাপ দেওয়ার জন্য রাস্তায় নেমেছে কারণ তাদের দুর্নীতি প্রকাশ পেয়েছে। এটি গান্ধী পরিবারের সম্পদ রক্ষার চেষ্টা।কেন গান্ধী পরিবার একটি প্রাক্তন সংবাদপত্র প্রকাশনা সংস্থায় আগ্রহী যেটি এখন রিয়েল এস্টেট ব্যবসা চালাচ্ছে? বিষয়টি এটাই বোঝায় যে শুধু 'জিজাজি' (রাহুল গান্ধীর শ্যালক রবার্ট ভাদ্রা) নয়, পুরো গান্ধী পরিবারই রিয়েল এস্টেটের প্রতি মুগ্ধ।'