New Update
/anm-bengali/media/post_banners/sqPLFPGPujTivEFTiX06.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার আইএসআইএল জঙ্গি গোষ্ঠীর এক কম্যান্ডারকে আফগানিস্তানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তালিবান শাসক গোষ্টী। কাবুল প্রদেশের বগরামি জেলায় ওই কম্যান্ডারকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে।
সোমবার তালিবানের তরফে জাবিহুল্লাহ মুজাহিদির উদ্ধৃতি দিয়ে এই সংবাদ জানিয়েছে। জাবিহুল্লাহের তরফে জানানো হয়েছে নিহত কম্যান্ডার আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের একাধিক হামলা চালিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us