কবে ফিরছেন কোর্টে, আভাস দিলেন রজার

author-image
Harmeet
New Update
কবে ফিরছেন কোর্টে, আভাস দিলেন রজার



নিজস্ব সংবাদাতা: টেনিস কোর্টকে এখনও বিদায় জানাননি রজার ফেডেরার। আবার ফিরবেন খেলায়। নিজেই জানিয়েছেন এমনটা। রবিবার তিনি জানিয়েছেন, চোট কাটিয়ে আগামী বছর মাঠে ফেরার ইচ্ছা রয়েছে তাঁর। যদিও বলেছেন, "কবে, কখন, কীভাবে ফিরবো সেটা বলতে পারছি না।"