পুলিশ ও চা বাগানের কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ

author-image
Harmeet
New Update
পুলিশ ও চা বাগানের কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ পুলিশ এবং চা-বাগানের শ্রমিকদের দফায় দফায় খণ্ডযুদ্ধ। রণক্ষেত্র আকার আলিপুরদুয়ারের শামুকতলা থানা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাদানে গ্যাসের সেল। মালিকানা হস্তান্তরের জেরে আইনী জটিলতায় এক চা বাগান মালিককে গ্রেপ্তারের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল  আলিপুরদুয়ারের কোহিনূর চা বাগান। রবিবার সন্ধার পর ওই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে কহিনূরে। বিক্ষুব্ধ শ্রমিকরা চা বাগানের বর্তমান মালিক ওমপ্রকাশ আগরওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে  উত্তেজিত শ্রমিকরা শামুকতলা থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে থানায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।