'তালিবানরা ক্ষমতায় থাকতে চায়, কিন্তু কীভাবে শাসন করতে হয় তা নিয়ে দ্বিমত পোষণ করে'

author-image
Harmeet
New Update
'তালিবানরা ক্ষমতায় থাকতে চায়, কিন্তু কীভাবে শাসন করতে হয় তা নিয়ে দ্বিমত পোষণ করে'

নিজস্ব সংবাদদাতাঃ  কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর সাথে আলোচনার সময় আফগানিস্তানের জন্য তালেবানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নীতির সমালোচনা করে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) রাজনৈতিক বিষয়ক প্রধান স্কট স্মিথ সংগঠনটির তীব্র সমালোচনা করেন।  এই বৈঠকে তারা বলেন  যে তারা যা চান তা হল সরকার হিসাবে ক্ষমতায় থাকা। তবে কীভাবে শাসন করা যায় সে সম্পর্কে তারা একমত নন। তালিবান নেতাদের কঠোর মতানৈক্যের একটি উদাহরণ হিসেবে ষষ্ঠ ও তদূর্ধ্ব শ্রেণির জন্য মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করে ওই কর্মকর্তা দাবি করেন, কাবুল ও কান্দাহার এ বিষয়ে একই পৃষ্ঠায় নেই এবং তালেবান নেতারা বিভিন্ন বিষয়ে বিভক্ত।