নিজস্ব সংবাদদাতাঃ নেপালের নুওয়াকোটের জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারণ এক ব্যক্তি পাওয়ার ট্রান্সমিশন লাইনে উঠে গিয়ে তা আঁকড়ে ধরে বসে রয়েছে। রাজ্য বিদ্যুৎ কর্তৃপক্ষ, নেপাল ইলেক্ট্রিসিটি অথরিটি (এনইএ) বিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে বাধ্য হয় এবং আপার ত্রিশূলি 3A হাইডেল স্টেশন লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। আপার ত্রিশূলি ৩এ হাইডেল স্টেশনের ক্ষমতা ৬০ মেগাওয়াট।