নিজস্ব সংবাদদাতাঃ শনিবার আফগানিস্তানের কাবুলে বিস্ফোরণের পর বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
কাবুলের দশম জেলার বাটখাক স্কোয়ারে এই বিস্ফোরণ ঘটে বলে টোলো নিউজ এক টুইট বার্তায় জানিয়েছে।
কাবুল পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।
তাঁর কথায়, যাত্রীবাহী গাড়িতে লাগানো ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এর আগে, সোমবার কাবুলের পুলিশ ডিস্ট্রিক্ট-৪-এ একটি বিস্ফোরণ ঘটে, যার মধ্যে একটি সাইকেলে করে বিস্ফোরক রাখা হয় বলে জানিয়েছে কাবুলের নিরাপত্তা বিভাগ।