ফের রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন জগদীপ ধনকড়

author-image
Harmeet
New Update
ফের রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন জগদীপ ধনকড়

নিজস্ব সংবাদদাতাঃ এবার ফের রাজ্য সরকারকে খোঁচা দিয়ে ট্যুইট করলেন জগদীপ ধনকড়। তিনি ট্যুইটে বলেন, “০৯ জুন থেকে প্রশাসনিক ব্যর্থতা দেখা দিয়েছে। 

West Bengal Governor Jagdeep Dhankhar alleges diversion of funds for 'Maa'  canteen scheme- The New Indian Express

এখনও কোনও প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আইন লঙ্ঘনকারীদের অপরাধের জন্য দুর্ভাগ্যজনকভাবে সমর্থন করা হচ্ছে”। 



 তিনি রাজ্যের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন।