New Update
/anm-bengali/media/post_banners/ZhrEzxFUio8VsGPbV5mT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে চলছে নিয়োগ। মোট শূন্যপদ ১,৬৬৬ টি। পুরুষদের জন্য রয়েছে ১,৪১০ টি ও মহিলাদের জন্য রয়েছে ২৫৬ টি পদ। মাধ্যমিক পাসের সঙ্গে বাংলা ভাষা বলতে, পড়তে ও লিখতে পারলে চাকরির জন্য আবেদন করা যাবে।
বয়স- চাকরি প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২২ হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। পশ্চিমবঙ্গের এসসিএসটি চাকরি প্রার্থীদের জন্য ৫ বছর ও ওবিসি চাকরি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
বেতন- ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা।
আবেদনের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েব সাইট ভিসিট করুন (https://wbpolice.gov.in/WBP/Common/WBP_Recruitment_Notice.aspx?Id=2022/0003) । আবেদনের শেষ তারিখ ২৭.০৬.২০২২।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us