স্টেনোগ্রাফারদের জন্য চাকরির সুযোগ

author-image
Harmeet
New Update
স্টেনোগ্রাফারদের জন্য চাকরির সুযোগ

নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশে স্টেনোগ্রাফার পদে চলছে নিয়োগ। মোট শূন্যপদ ৩৮ টি ডিরেক্ট এনট্রি বিভাগে পুরুষদের জন্য রয়েছে ১৯ টি ও মহিলাদের জন্য রয়েছে ২ টি পদ। এলডিসিই রয়েছে বিভাগে রয়েছে ১৭ টি পদ। উচ্চমাধ্যমিক পাসের সঙ্গে কম্পিউটারে ১০ মিনিটে ৮০ টি করে ওয়ার্ড লিখতে পারলে চাকরির জন্য আবেদন করা যাবে।

Searching for a New Job Free Stock Photo | picjumbo

বয়স- চাকরি প্রার্থীর বয়স হতে হবে ডিরেক্ট এনট্রি বিভাগের জন্য ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এলডিসিই এর জন্য ৩৫ বছরের ওপর হতে হবে চাকরি প্রার্থীর বয়স।

বেতন- ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।

আবেদনের জন্য তিব্বেতিয়ান বর্ডার পুলিশের ওয়েব সাইট ভিসিট করুন (https://recruitment.itbpolice.nic.in/) । আবেদনের শেষ তারিখ ০৭.০৭.২০২২।