New Update
/anm-bengali/media/post_banners/iutsubpdzbI1RdZrCn7i.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশে স্টেনোগ্রাফার পদে চলছে নিয়োগ। মোট শূন্যপদ ৩৮ টি ডিরেক্ট এনট্রি বিভাগে পুরুষদের জন্য রয়েছে ১৯ টি ও মহিলাদের জন্য রয়েছে ২ টি পদ। এলডিসিই রয়েছে বিভাগে রয়েছে ১৭ টি পদ। উচ্চমাধ্যমিক পাসের সঙ্গে কম্পিউটারে ১০ মিনিটে ৮০ টি করে ওয়ার্ড লিখতে পারলে চাকরির জন্য আবেদন করা যাবে।
বয়স- চাকরি প্রার্থীর বয়স হতে হবে ডিরেক্ট এনট্রি বিভাগের জন্য ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এলডিসিই এর জন্য ৩৫ বছরের ওপর হতে হবে চাকরি প্রার্থীর বয়স।
বেতন- ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।
আবেদনের জন্য তিব্বেতিয়ান বর্ডার পুলিশের ওয়েব সাইট ভিসিট করুন (https://recruitment.itbpolice.nic.in/) । আবেদনের শেষ তারিখ ০৭.০৭.২০২২।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us