হেড কনস্টেবল হিসাবে চাকরির সুযোগ

author-image
Harmeet
New Update
হেড কনস্টেবল হিসাবে চাকরির সুযোগ

নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশে হেড কনস্টেবল পদে চলছে নিয়োগ। মোট শূন্যপদ ১৫৮ টি ডিরেক্ট এনট্রি বিভাগে এবং ৯০ টি এলডিসিই রয়েছে। উচ্চমাধ্যমিক পাসের সঙ্গে কম্পিউটারে ৩৫ টি ইংরাজি শব্দ ও ৩০ টি হিন্দি প্রতি মিনিটে লিখতে পারলে চাকরির জন্য আবেদন করা যাবে।

21 Free Job Search & Posting Websites in India for Best Careers &  Compensation

বয়স- চাকরি প্রার্থীর বয়স হতে হবে ডিরেক্ট এনট্রি বিভাগের জন্য ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এলডিসিই এর জন্য ৩৫ বছরের ওপর হতে হবে চাকরি প্রার্থীর বয়স।

বেতন- ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।

আবেদনের জন্য তিব্বেতিয়ান বর্ডার পুলিশের ওয়েব সাইট ভিসিট করুন (https://recruitment.itbpolice.nic.in/) । আবেদনের শেষ তারিখ ০৭.০৭.২০২২।