করোনাকালে রথযাত্রা উৎসবে কাটছাঁট হয়েছে তারাপীঠেও

author-image
Harmeet
New Update
করোনাকালে রথযাত্রা উৎসবে কাটছাঁট হয়েছে তারাপীঠেও

নিজস্ব সংবাদদাতাঃ  করোনাকালে রথযাত্রা উৎসবে কাটছাঁট হয়েছে তারাপীঠেও। গতবারের মতো এবারও তারা মাকে নিয়ে রথে করে ঘোরানো হবে না। তার বদলে রথে তারা মায়ের প্রতিকৃতি রেখে বিশেষ পুজো করা হবে। রথযাত্রা উপলক্ষে তারাপীঠে ভক্ত সমাগম হলেও, এবার সংখ্যাটা অনেক কম। 

Subho rath Yatra ॐ জয় মা তারা ॐ 卐... - Tarapith - তারাপীঠ | Facebook