নিজস্ব সংবাদদাতা : ইংরেজি দৈনিক সংবাদপত্র সম্পর্কিত অর্থ তছরূপের মামলায় ইডির নজরে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। একাধিকবার তাদের তলব করা হয়েছে ইতিমধ্যেই। আগামীদিনেও তাদের তলবের নোটিশ পাঠানো হয়েছে ইডির তরফে। এবার এ বিষয়ে দেশ ব্যাপী সাংবাদিক সম্মেলনের পরিকল্পনা করেছে কংগ্রেস।সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে তলব করার বিষয়ে কথা বলবে কংগ্রেস।
প্রসঙ্গত, কোভিড পজিটিভ হওয়ায় সোনিয়া গান্ধীকে ২৩ জুন ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য নতুন করে সমন জারি করা হয়েছে। এদিকে দেশের বাইরে থাকার কারণে ৮ জুন হাজিরা দিতে না পারায় রাহুলকে ১৩ জুন ফের তলব করেছে ইডি।