New Update
/anm-bengali/media/post_banners/xGRp6SfHp2ssoykR10gV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পয়গম্বর নিয়ে বিতর্কের জন্য বিক্ষোভের আঁচ বাংলাতেও পড়েছে। ইতিমধ্যে হিংসা রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। যদিও ফের একবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করেন, 'আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?' ​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us